• ঢাকা রবিবার
    ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

বোরো মৌসুমে সার নিয়ে কোনো সমস্যা নেই: কৃষিমন্ত্রী

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২, ০৭:৫০ পিএম

বোরো মৌসুমে সার নিয়ে কোনো সমস্যা নেই: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামি বোরো মৌসুম পর্যন্ত ইউরিয়া সার নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে এ কথা জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, সার নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে। কানাডা ৫ লাখ টন সার দেবে। মরক্কো থেকেও আনার উদ্যোগ নেয়া হয়েছে। তাতে আগামি বোরো মৌসুম পর্যন্ত কোন সমস্যা নেই। কৃত্রিম সংকট যাতে না হয় সে বিষয়ে সতর্ক ব্যবস্থা নেয়া হয়েছে।

আব্দুর রাজ্জাক বলেন, দাম চাহিদার ওপর নির্ভর করে। দাম যা-ই বাড়ুক, দুই-তিন মাস পর তারা ডিম বেচতেই পারবে না।

তিনি বলেন, কোনোভাবেই যেন ডিম আমদানি করা না হয়। আমরা একটু কষ্ট করি তারপরও ডিম আমদানি করব না।

মিয়নমারের সঙ্গে সম্পর্ক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, আমাদের সেনাবাহিনী ও আর্মড ফোর্সের যথেষ্ট সক্ষমতা রয়েছে। মিয়ানমারকে আমরা অবশ্যই মোকাবিলা করতে পারব। আর জাতি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

তিনি বলেন, পশ্চিমা বিশ্ব মানবতার কথা বলে, কিন্তু তারা কাউকে জায়গা দিচ্ছে না। বাংলাদেশ লাখ লাখ রোহিঙ্গা জায়গা ও খাবার দিচ্ছে। তারপরও আমরা যুদ্ধ চাই না।

উন্নয়নের ধারায় থাকা দেশকে যুদ্ধ দিয়ে পিছিয়ে দিতে চাই না বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, মিয়ানমার সরকারের সঙ্গে সরকারের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। ইনশাল্লাহ যুদ্ধ হবে না। মিয়ানমারও সে অবস্থায় নেই।

জেডআই/

আর্কাইভ