• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দেশে ফিরে সাবিনাদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২, ০৬:২৫ পিএম

দেশে ফিরে সাবিনাদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নেপালে অনুষ্ঠিত নারী সাফ চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বুধবার (২১ সেপ্টেম্বর) দেশে ফিরেছেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানীরা। বিমানবন্দরে তাদের রাজসিক সংবর্ধনা দেয়া হয়েছে। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই বড় সুখবর পেল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। সাফজয়ী সব খেলোয়াড়কে পুরস্কৃত করবেন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন ক্রীড়াপ্রেমী শেখ হাসিনা। সেখান থেকে দেশে ফেরার পর বাংলাদেশ নারী ফুটবল দলের সব খেলোয়াড়কে পুরস্কারের অর্থ প্রদান করবেন তিনি।

সূত্র জানিয়েছে, যেই খেলোয়াড়দের ঘরের প্রয়োজন, প্রধানমন্ত্রী তাঁদের ঘর দেবেন। এ ছাড়া অন্য খেলোয়াড়দের অবস্থা খোঁজার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

ইতিমধ্যেই বাংলাদেশ দলের গোলরক্ষক রূপনা চাকমার জন্য বাড়ি তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ ফুটবলকে এক ঝটকায় জাগিয়ে তুলেছেন দেশের নারী ফুটবলাররা।

জেডআই/

আর্কাইভ