• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বেতনের দাবিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২, ০৬:৩৭ পিএম

বেতনের দাবিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তেজগাঁও এলাকায় বকেয়া বেতন, অযাচিত চাকরিচ্যুতি বন্ধসহ বেশ কয়েকটি দাবিতে রাজধানীতে বিক্ষোভ করছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। এ কারণে ওই এলাকায় যানজট দেখা দিয়েছে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকাল থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা বিক্ষোভ করছে। আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলছি।

শ্রমিকরা অভিযোগ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের নিয়মিত বেতন দেয় না। আবার বেতন দিলেও সেখান থেকে বিভিন্ন কারণে টাকা কেটে ফেলা হয়। কী কারণে টাকা কাটা হয় তাও তারা বলে না। প্রতিবাদ করলে করা হয় নির্যাতন।

জানা গেছে, সকাল ৬টায় ডিউটি শুরু হওয়ার কথা থাকলেও শ্রমিকরা কাজে যোগ না দিয়ে জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করে। তাদের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে। তারমধ্যে ঠিকমতো পাওয়া যাচ্ছে না বেতন। এতে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের।

জেডআই/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ