
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৫:১১ পিএম
আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রলম্বিত করার পক্ষপাতী নয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)— এমনটাই বলেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, বিচার ও সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ দিয়েই অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের দিকে যেতে হবে।
শনিবার (১৯ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের আলোচনার বিরতিতে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
আখতার হোসেন বলেন, বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতির জন্য যতটুকু সময় প্রয়োজন, অন্তর্বর্তীকালীন সরকার ততটুকু সময় পেতে পারে। কোনোভাবেই এই সরকার কাজ ব্যতীত সময় পেতে পারে না। কাজের ভিত্তিতেই এই সরকার সময় পাবে।
তিনি আরও বলেন, এক-এগারোর মতো যে ঘটনা ঘটেছে, এতে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। সেজন্য অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার যখন দায়িত্বে আসবে, তাদের মূল কাজ হবে নির্বাচন আয়োজন করা। নির্বাচনকালীন এই ধরনের সরকারের রূপরেখা কী হবে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
দলটির সদস্য সচিব আরও বলেন, বাংলাদেশের সংবিধানের মৌলিক সংস্কারের কথা বলেছি। কীভাবে নতুন করে একটি সংবিধান পুনর্লিখন করা যায়, গণপরিষদ নির্বাচনের বাস্তবতা নিয়ে কথা বলেছি। ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি। বাংলাদেশের যে বিদ্যমান রাজনৈতিক কাঠামো রয়েছে, সেখানে শুধুমাত্র আইন প্রণয়নের ভিত্তিতে নয়, যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সহাবস্থান ও আস্থার ভিত্তিতে ক্ষমতা হস্তান্তরের গুরুত্বারোপ নিয়ে আলোচনা করেছি।
উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের দল এনসিপি। সকাল সাড়ে ১০টার পর সংসদ ভবনের এলডি হলে বৈঠকটি শুরু হয়। বৈঠকে দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ মোট ৮ জন অংশ নেন।