• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কেরানীগঞ্জে গণপিটুনিতে প্রাণ গেল ছিনতাইকারীর

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৯:০৫ এএম

কেরানীগঞ্জে গণপিটুনিতে প্রাণ গেল ছিনতাইকারীর

নিজস্ব প্রতিবেদক

কেরানীগঞ্জে ছিনতাই চেষ্টাকালে জনতা ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী বিল্লাল ওরফে ধোপা বিল্লাল। রোববার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা বাশপট্টি এলাকায় থানা ঘাটের পাশে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লালের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। তার পিতার নাম আব্দুল মমিন। চার সন্তানের জনক বিল্লাল দ্বিতীয় স্ত্রী নিয়ে জিঞ্জিরা মডেল টাউন এলাকায় বাবুল হাজির বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ধোপা বিল্লাল একজন চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী। জিনজিরা ফেরিঘাট ও বাশপট্টি এলাকায় বেড়িবাঁধে সে নিয়মিত ছিনতাই করতো। আজ রাত সোয়া ৮টার দিকে বেড়িবাঁধ মাঞ্জাপট্টি এলাকা দিয়ে পথচারী এক যুবককে দেশীয় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে থানাঘাটের মসজিদের সামনে হাতেনাতে ধরে ফেলে। পরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী সোনিয়া বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন করে জানায় আমার স্বামীকে কে বা কারা থানাঘাট এলাকায় মারছে। আমি দ্রুত ঘটনাস্থলে এসে দেখি তার নিথর দেহ পড়ে আছে।’

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, গণপিটুনিতে বেড়িবাঁধ এলাকায় এক ছিনতাইকারী নিহত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল নৌ পুলিশের এরিয়ায় পড়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে এলে বিস্তারিত জানানো হবে।

 

জেইউ

আর্কাইভ