• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাজধানীতে তীব্র গ্যাস সংক‌ট

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৬:১০ এএম

রাজধানীতে তীব্র গ্যাস সংক‌ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে চলছে গ্যাসের তীব্র সংকট। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ী, শনির আখড়া, মোহাম্মদপুর, মিরপুর, পুরান ঢাকা, মালিবাগ, রামপুরা, বনশ্রী, বাড্ডা, মুগদা, উত্তরার বিভিন্ন এলাকায় গ্যাসের এমন সংকট চলছে প্রতিদিনই। ফলে অনেকেই বাধ্য হয়ে সিলিন্ডার কিনে প্রাত্যহিক রান্নার কাজ চালিয়ে যাচ্ছেন।

বিষয়টি স্বীকার করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, এটা জাতীয় সমস্যা, তাদের কিছু করার নেই। কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে এমন তথ্যও জানাতে পারছেন না তিতাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্রে জানা গেছে, ঢাকা ও আশেপাশের এলাকায় ১৯০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও বর্তমানে ১৬০ কোটি ঘনফুট সরবরাহ হচ্ছে। ফলে রাজধানীতে এমন গ্যাসের সংকট সৃষ্টি হয়েছে। রাজধানী ও তার আশেপাশে গ্যাস সরবরাহ করা তিতাস গ্যাস প্রতিদিনের চাহিদা মতো গ্যাস সরবরাহ করতে পারছে না। এ ছাড়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে নিয়মিত অভিযান পরিচালনা করেও প্রতিষ্ঠানটি তেমন সুফল আনতে পারছে না।

 

রাজধানীর মিরপুর শেওড়াপাড়া এলাকার বাসিন্দা আবদুল লতিফ বলেন, ‘বাসায় প্রতিদিন গ্যাসের চাপ কম থাকে, ফলে রান্নাসহ সব কাজই ধীরগতিতে করতে হয়। বেশ কিছুদিন ধরে এমন সমস্যা হচ্ছে। বারবার অভিযোগ জানানোর পরও কোনো লাভ হচ্ছে না। দিনদিন সমস্যা আরও বাড়ছে। মাঝে মাঝে গ্যাস একেবারেই থাকে না, আবার যখন গ্যাস আসে তখন চাপ থাকে কম।’

রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা মাহমুদা আক্তার। গ্যাস না থাকার বিষয়ে তিনি বলেন, ‘আগে সকাল ৯-১০টা পর্যন্ত গ্যাস ভালোই থাকত, এরপর গ্যাসের চাপ কমে যেতো। আবার মাঝে মাঝে বন্ধও হয়ে যেতো। সন্ধ্যার দিকে ফের গ্যাস আসতো। তখন গ্যাসের রুটিন মেনেই রান্নার কাজ সারতাম। কিন্তু এখন প্রতিদিনই গ্যাস সংকট থাকছে। এ জন্য সারা দিন রান্না করা যাচ্ছে না।’

 

এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী শবিউল আওয়াল বলেন, ‘গ্যাস সরবরাহের সংকট এখন একক সমস্যা নয়, এটি জাতীয় সমস্যা। আমরা যতটুকু গ্যাস পাচ্ছি তাই সাপ্লাই দিচ্ছি। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে তা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। আমরা ঠিকমতো সাপ্লাই পেলে গ্রাহক পর্যায়ে আর সমস্যা থাকবে না।’

নাম প্রকাশ না করার শর্তে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ‘আমরা গ্যাস সরবরাহ কম পাচ্ছি এটা ঠিক। এ কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকে। আমরা নিয়মিত অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। অবৈধ গ্যাস সংযোগের কারণেও কিন্তু বিভিন্ন এলাকায় গ্যাস সংকট আরও বেশি হয়।’

 

জেইউ

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ