• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আবু হেনা রনির শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২, ০১:২৯ এএম

আবু হেনা রনির শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল

আদালত প্রতিবেদক

গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণে গুরুতর আহত কৌতুক অভিনেতা আবু হেনা রনির শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হয়েছে। তবে এখনও

শঙ্কামুক্ত নয়। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এই তথ্য জানিয়েছেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ তথ্য জানান তিনি।

ডা. এস এম আইউব হোসেন বলেন, ‘আবু হেনা রনি বর্তমানে কিছুটা স্থিতিশীল অবস্থায় আছেন। তার শ্বাসনালিসহ শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। তবে এখনো রনিকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। ৭২ ঘণ্টা পর তার বিষয়ে অগ্রগতি জানানো সম্ভব হবে।’

এদিকে আবু হেনা রনিকে দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন আরেক কৌতুক অভিনেতা মাসুদ আহমেদ। তিনি বলেন, ‘রনি দেশের গর্ব। সবাই তার জন্য দোয়া করবেন। গতকাল রাত থেকেই আমরা তার পাশে আছি। তিনি আগের চেয়ে কিছুটা ভালো আছেন। কথা বলতে পারছেন। চিকিৎসকরা ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন।’

এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ লাইনস মাঠে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বর্ষপূর্তির অনুষ্ঠান ও নাগরিক সম্মেলনে আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন। দগ্ধ অন্যরা হলেন, মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন।

 

এআরআই

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ