• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

এসওএস শিশুদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : স্পিকার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৮:২১ এএম

এসওএস শিশুদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

দেশের অনাথ, পরিবার বিচ্ছিন্ন শিশুদের কল্যাণ ও উন্নয়নে এসওএস শিশু পল্লী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা-উত্তর যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ার প্রাক্কালে এসওএস শিশুপল্লীকে শিশুদের নিয়ে কাজ করার জন্য সকল সুবিধা প্রদান করেছিলেন।’

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এসওএস শিশু পল্লীর ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ সব কথা বলেন।

এসওএস শিশু পল্লীর ন্যাশনাল ডিরেক্টর ড. মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এইচএসবিসির সিইও মাহবুব উর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় এসওএস শিশু পল্লীর চিফ অপারেশনাল অফিসার মাইকেল পটস ভিডিও বার্তা প্রদান করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘শিশুদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে চলেছেন। কিন্তু শিশুদের জন্য একটি মানবিক বিশ্ব প্রতিষ্ঠায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত দাতব্য সংগঠন ও বেসরকারি সহযোগিতারও প্রয়োজন রয়েছে। শিশুদের কল্যাণে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে আসবে বলে আমি আশা করি।’

এসওএস শিশু পল্লীর বিভিন্ন বয়সের শিশুবন্ধুদের শুভেচ্ছা জানিয়ে স্পিকার বলেন, ‘দক্ষতা ও আত্মবিশ্বাস নিয়ে শিশুপল্লীর ছেলে-মেয়েরা যে নিজেদের জন্য উপযুক্ত ক্ষেত্রে পৌঁছাতে পারছে- তা এসওএস পল্লীর সফলতা। শিশুদের সার্বিক সেবাযত্ন প্রদানের জন্য সংস্থার মায়েদের আন্তরিক ধন্যবাদ জানাই।’

প্রতিটি শিশুরই পরিপূর্ণভাবে বিকশিত হওয়ার অধিকার আছে উল্লেখ করে শিরীন শারমিন তাদের জন্য একটি নিরাপদ বিশ্ব গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এ সময় এসওএস শিশু পল্লীর পক্ষ থেকে সমাজে ইতিবাচক ভূমিকা রাখা ৯ সমাজসেবীকে এবং শিশুপল্লীর ৮ কেয়ারলিভারকে পরিকল্পনামন্ত্রী পুরস্কার প্রদান করেন। এরপর তিনি এসওএস শিশু পল্লীর ছেলে-মেয়েদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

 

জেইউ

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ