প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২, ১১:৩০ পিএম
বিদ্যুৎ সাশ্রয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ইতোমধ্যে আগামী ১ অক্টোবর থেকে এসব যান চলাচল বন্ধে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। অবৈধ এসব যান চলাচল বন্ধে অভিযান পরিচালনার কথাও ভাবছে ডিএনসিসি।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযান চালানোর বিষয়ে জানতে চাইলে মকবুল হোসাইন বলেন, ‘এরই মধ্যে মেয়র স্যারের নির্দেশনার পরিপ্রেক্ষিতে অবৈধ এসব ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়েছে। আগামী ১ অক্টোবরের পর থেকে এই অভিযান চালানো হতে পারে। অভিযানে এসব অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা স্থায়ী বন্ধসহ শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।’
এর আগে গত বুধবার (১৪ অক্টোবর) কয়েকটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উত্তর সিটি কর্তৃপক্ষ।
গণবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন অঞ্চলে অসংখ্য অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। এতে মূল্যবান ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিয়মিত মাসিক করপোরেশন সভায় কাউন্সিলররা অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়রের নির্দেশনার পরিপ্রেক্ষিতে, কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় বিদ্যুৎ সাশ্রয়ে আগামী ১ অক্টোবরের মধ্যে অবৈধ ব্যাটারিচালিত যান চলাচল বন্ধকরণের জন্য কঠোর নির্দেশ প্রদান করা হলো।
এই ঘোষণা প্রতিপালনে ব্যত্যয় ঘটলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা পুলিশের সহায়তায় আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানানো হয়েছে।
এআরআই