• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

লালমনিরহাটে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২, ০৬:৪৯ পিএম

লালমনিরহাটে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আদালত প্রতিবেদক

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ঘর থেকে খোকা মিয়া (৭৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুল নিশ্চিত করেন।

এর আগে গতবৃহস্পতিবার রাত সাড়েটার দিকে ওই উপজেলার কাকিনা ইউনিয়নের কামারপাড়া গ্রামের থাকার ঘর থেকে মরদেহটি উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় খোকা মিয়ার রুম থেকে দুর্গন্ধ আসতে শুরু করে। এ সময় খোকা মিয়াকে ডাকলে কোনো সারা শব্দ দেননি। ওই সময় তার স্ত্রী জোসনা বেগমকে ডাকলেও তিনি সারা শব্দ দেননি। পরে স্থানীয়রা জানতে পারেন তার স্ত্রী তার স্বামী খোকা মিয়াকে রেখে জয়পুরহাটে গেছেন। পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘরের ভিতরে ঢুকে দেখতে পান ২/৩ তিনদিন আগে মারা গেছেন তিনি।

কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুল নিশ্চিত করে জানান, ঘটনা রহস্যজনক মনে হয়েছে। তাই ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য কী তদন্ত করে সাংবাদিকদের বিষয়টি পরে জানানো হবে বলেন তিনি জানান।

 

এএল/

আর্কাইভ