• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পুলিশের ওপর অতর্কিত হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা: ডিসি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২, ১১:৩৮ পিএম

পুলিশের ওপর অতর্কিত হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা: ডিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরে সমাবেশ থেকে পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা করেছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের ডিসি জসীম উদ্দিন।

ডিসি বলেন, ‘মিরপুর-৬ রোডে বিএনপির সমাবেশের পাশ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা শোকসভায় যাচ্ছিলেন। তখন বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের ওপর হামলা করে। এ সময় পুলিশ আওয়ামী লীগের লোকদের সরিয়ে দেয়। পরে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে। এতে পুলিশের কয়েকজন আহত হয়েছে।’

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মিরপুরে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিসি জসীম উদ্দিন বলেন, ‘এখানে বিএনপির একটি মিটিং ছিল। তারপর পাশ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা শোকসভায় যাওয়ার সময় বিএনপির লোকজন তাদের ওপর হামলা করে। আওয়ামী লীগের লোকজনের ওপর হামলা করার পর আমরা তাদের সরিয়ে দেই।তারপর বিএনপির নেতাদের উস্কানিতে আমাদের ওপর হামলা করে।’

কাদের উস্কানিতে, কারা হামলা করেছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হামলার জন্য কারা উস্কানি দিয়েছে, কারা হামলার নেতৃত্ব দিয়েছে- তা তদন্তের পর জানা যাবে। আমরা তাদের (বিএনপি) শন্তিপূর্ণভাবে সমাবেশ করার সুযোগ করে দিয়েছি। অথচ তারা আমাদের ওপর হামলা করলো।’

এদিকে বিএনপির নেতাদের দাবি, আওয়ামী লীগ তাদের ওপর হামলা করেছে। তখন পুলিশ সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।

বিএনপি নেতাদের এই দাবির বিষয়ে জানতে চাইলে ডিসি জসীম উদ্দিন বলেন, ‘তারা তাদের রাজনৈতিক বক্তব্য দিয়েছে। তারা কী বক্তব্য দিয়েছে জানি না। আপনারা দেখেছেন তারা আমাদের ওপর অতর্কিত হামলা করেছে।’

 

এআরআই

আর্কাইভ