• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বাগেরহাটের কচুয়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২, ১১:০১ পিএম

বাগেরহাটের কচুয়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আদালত প্রতিবেদক

বাগেরহাটের কচুয়ায় সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলার সকল মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় কচুয়া থানা চত্বরে আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামানের সঞ্চালনায় কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল অফিস) মাহমুদুল হাসান এ সময় তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে একি সঙ্গে মন্দির কমিটিগুলোকে সেচ্ছাসেবক দল গঠন করে মন্দিরের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করতে হবে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহায়তা করা হবে বলে উল্লেখ্য করেন।

এ দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, কচুয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম (খোকন), উপজেলা ভাইস চেয়ারম্যান সিকদার ফিরোজ আহমেদ, রাড়িপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমা আক্তার, কচুয়া উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজামান ঝুমুর, যুগ্ম আহবায়ক সুজন দিদার, মৎসজীবীলীগের সভাপতি রিপন শিকদার, কচুয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলিপ কুমার মল্লিক, সাধারণ সম্পাদক পুলিন বিহারী সাহা, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদ, কচুয়া উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি জাহিদুল ইসলাম বুলু, সাংবাদিক উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য চক্রবর্তীসহ কচুয়া উপজেলার সকল মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

এ বছর কচুয়া উপজেলায় মোট ৪৩টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার বিষয়ে সাংবাদিকরা ঝুঁকিপূর্ণ মন্দির সম্পর্কে জানতে চাইলে পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বলেন, এ বছর ৪৩টি মন্দিরের মধ্যে আপাতত ৫টি মন্দির ঝুঁকি পূর্ণ হিসেবে ধরা হয়েছে, এগুলো হচ্ছে বাঁধাল ইউনিয়নের নিমাই আশ্রম, বাধাল বাজার শ্রীশ্রী সার্বজনীন দুর্গা মন্দির, গজালিয়া ইউনিয়নের সাউথ পুর শ্রীশ্রী সার্বজনীন দুর্গা মন্দির, ধোপাখালীর ইউনিয়নের পশ্চিম বিষের খোলা মন্দির ও রাড়িপাড়া ইউনিয়নের সাইনবোর্ড বাজার শ্রীশ্রী সার্বজনীন দুর্গা মন্দির।

এএল/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ