• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এসএসসি পরীক্ষা নিয়ে ডিএমপির নিষেধাজ্ঞা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২, ০৫:০২ এএম

এসএসসি পরীক্ষা নিয়ে ডিএমপির নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

নিষেধাজ্ঞায় বলা হয়, পরীক্ষা কেন্দ্রসমূহের ২শ’ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ আদেশ আগামিকাল বৃহস্পতিবার হতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে (পরীক্ষা চলাকালীন সময়ে) বলবৎ থাকবে।

এদিকে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে দুদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকায় এসএসসি পরীক্ষাদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার নির্দেশনা দিয়েছে ডিএমপি।

 

এআরআই/এএ ল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ