• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চলে যাচ্ছেন দোরাইস্বামী, আসছেন প্রণয়

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২, ০৫:৫৪ এএম

চলে যাচ্ছেন দোরাইস্বামী, আসছেন প্রণয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি মাসেই বাংলাদেশে দায়িত্ব পালন শেষে নয়াদিল্লি ফিরে যাচ্ছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। করোনা মহামারির মধ্যেই ঢাকায় দায়িত্ব পালন করতে এসেছিলেন দোরাইস্বামী। তার বিদায়ে শূন্যস্থান পূরণে ঢাকা আসছেন প্রণয় কুমার ভার্মা।

বিক্রম দোরাইস্বামীর বিদায়ী আচারও ইতোমধ্যেই শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন তিনি। এর আগে সোমবার (১২ সেপ্টেম্বর) বাণিজ্যমন্ত্রী টিপু মন্সী ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদের সঙ্গেও বিদায়ী সাক্ষাৎ করেছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে দোরাইস্বামীর।

করোনা মহামারীর মধ্যে ২০২০ সালের অক্টোবরে ঢাকায় আসেন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। বিগত দুই বছর ঢাকায় দায়িত্ব পালন করেছেন তিনি।

দোরাইস্বামীর চলে যাওয়ার পর তার শূন্যস্থান পূরণ করতে ঢাকায় আসবেন প্রণয় কুমার ভার্মা। এ বছরের ২৯ জুলাই তার নিয়োগের কথা রয়েছে।

১৯৯৪ সালে ভার‌তের ফরেন সার্ভিসে যোগ দেয়া প্রণয় ভার্মা ভিয়েতনামে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। তি‌নি ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগে কাজ করেন। হংকং, সানফ্রানসিস্কো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতে বি‌ভিন্ন প‌দেও দা‌য়িত্ব পালন ক‌রেছেন। তিনি ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতেও দক্ষতার সাথে কাজ করেছেন।

জেডআই/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ