প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ০৯:২০ পিএম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে। এর আগে সাজেদা চৌধুরীর প্রথম জানাজা ফরিদপুরের নগরকান্দায় সম্পন্ন হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন হয়েছে।
বাদ আসর ঢাকার বায়তুল মোকাররম মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
বর্ষীয়ান এ রাজনীতিবিদ রোববার (১১ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কয়েক বছর ধরেই তিনি অসুস্থ ছিলেন। গত সপ্তাহে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সৈয়দা সাজেদা চৌধুরী তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার স্বামী গোলাম আকবর চৌধুরী ২০১৫ সালের নভেম্বরে মারা যান।
জেইউ