• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নিরাপদ সড়কের দাবিতে ফের রাজপথে শিক্ষার্থীরা

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ০৭:৩২ পিএম

নিরাপদ সড়কের দাবিতে ফের রাজপথে শিক্ষার্থীরা

আদালত প্রতিবেদক

গাড়িচাপায় রাজধানীর সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় ফের নিরাপদ সড়কের দাবি নিয়ে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা।


ওই স্কুলের দশম শ্রেণির ছাত্র আলী হোসেনের মৃত্যুর প্রতিবাদে তার সহপাঠীরা সোমবার বেলা পৌনে ১২টার দিকে ফার্মগেইট এলাকার সড়ক অবরোধ করে। ফলে গুরুত্বপূর্ণ ওই মোড়ের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।


এসময় তাদের হাতে ‘জাস্টিস ফর অল’, ‘নিরাপদ সড়ক চাই’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়। তারা স্লোগান তোলে- ‘সড়ক সড়ক সড়ক চাই, নিরাপদ সড়ক চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’


প্রায় ৪০ মিনিট পর শিক্ষার্থীরা ফার্মগেইট থেকে মিছিল নিয়ে বিজয় সরণি মোড়ে গিয়ে অবস্থান নেয় এবং বিক্ষোভ দেখাতে থাকে।


ট্রাফিক পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার সাহেদ আল মাসুদ তখন বলেন, ‘শিক্ষার্থীরা তাদের সহপাঠীর মৃত্যুর প্রতিবাদ করছে। ফলে বিজয় সরণি মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তাদের বেঝানো হচ্ছে, তারা যেন রাস্তা ছেড়ে চলে যায়।’


শিক্ষার্থীরা মিনিট বিশেক বিজয় সরণি মোড়ে বিক্ষোভ দেখিয়ে আবারও মিছিল নিয়ে ফার্মগেইটে যায় এবং সেখানে বিক্ষোভ শুরু করে।


তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান বলেন, ‘শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে এক পাশের সড়ক অবরোধ করায় কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে।’


উল্লেখ্য, রোববার (১১ সেপ্টেম্বর) তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিজি প্রেসের সামনের রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় আলী হোসেন নামে এক শিক্ষার্থী মারা যায়। তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলো সে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রাইভেটকার চালককে আটক করা যায়নি।

 

এস

আর্কাইভ