• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি : প্রধানমন্ত্রী

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ০৬:৫৮ পিএম

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার কারণে বাংলাদেশের অর্থনীতি এবং পরিবেশের ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে ইন্দো-প্যাসিফিক আর্মি ম্যানেজমেন্ট সেমিনারে প্রধানমন্ত্রী এ কথা জানান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে আসা বাস্তুচ্যুত রোহিঙ্গারা আমাদের দেশের অর্থনীতি, পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বে নিরাপত্তা নিশ্চিত করা দিন দিন চ্যালেঞ্জিং হয়ে পড়ছে। বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশ সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে চায়।‘

এ সময় তিনি স্বাধীনতার পর গত ৫০ বছরে বিভিন্ন খাতে দেশের অর্জন তুলে ধরে বলেন, ‘দারিদ্র বিমোচন, খাদ্য নিরাপত্তাসহ বেশ কিছু ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের সামনে এক বিস্ময়ের নাম।’

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাপ্রধান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।  

ইন্দো প্যাসিফিক আর্মি ম্যানেজমেন্ট সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘যে সংকটই আসুক, একসঙ্গে কাজ করলে তা মোকাবিলা করা যায়।’

 

জেইউ

আর্কাইভ