• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সংসদ উপনেতা সাজেদা চৌধুরী আর নেই

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ০৭:১৭ এএম

সংসদ উপনেতা সাজেদা চৌধুরী আর নেই

সাজেদা চৌধুরী - ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী আর নেই। রবিবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স ছিল ৮৭ বছর। বিষয়টি  নিশ্চিত করেছেন তার ছেলে শাহদাব আকবর চৌধুরী।


সাজেদা চৌধুরীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


দুই সপ্তাহ আগে কোভিড পরবর্তী জটিলতা নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন প্রবীণ এই আওয়ামী লীগ নেতা। এর আগে, ২০১৫ সালে তার বাইপাস সার্জারি করা হয়েছিল।


২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর, ২০০৯ সালে তিনি প্রাথমিকভাবে সংসদের উপনেতা নিযুক্ত হন। ২০১৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হওয়ার পর সৈয়দা সাজেদা চৌধুরীকে একই পদে পুনর্নিযুক্ত করা হয়। ২০১৯ সালে তিনি ফরিদপুর-২ আসন থেকে সপ্তমবারের মতো সংসদ সদস্য এবং তৃতীয়বারের মতো সংসদের উপনেতা নির্বাচিত হন।


মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দা সাজেদা চৌধুরী ১৯৩৫ সালে মাগুরায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৬ সালে আওয়ামী লীগে যোগ দেন। ১৯৬৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।


তিনি মুক্তিযুদ্ধের সময় কলকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। এছাড়াও তিনি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।


রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক কাজেও নিজেকে নিয়োজিত করেন এবং খেলাধুলা, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখেন। ২০১০ সালে তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।

এআরআই

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ