• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

শাহবাগে গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২২, ০৫:৪২ পিএম

শাহবাগে গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শাহবাগে গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে আব্দুল গনি সড়কে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত। তিনি বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে আমরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই। পরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ‘আশপাশের মানুষের কাছ থেকে জানতে পারি রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। তিনি ভবঘুরের ছিলেন।

তার পরিচয় এখনও জানা যায়নি উল্লেখ করে পুলিশ কর্মকর্তা বলেন, ‘প্রযুক্তির সহায়তা পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

 

এআরআই

আর্কাইভ