• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

পদ্মা সেতুতে সহসাই মোটরসাইকেল চলাচলের অনুমতি মিলছে না : সেতুমন্ত্রী

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২২, ০৯:২৫ পিএম

পদ্মা সেতুতে সহসাই মোটরসাইকেল চলাচলের অনুমতি মিলছে না : সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদ্মা সেতুতে সহসাই মোটরসাইকেল চলাচলের অনুমতি মিলছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘পদ্মা সেতুতে মোটরসাইকেল চালুর বিষয়ে প্রথমে আমাদের কোনো নিষেধ ছিল না। কিন্তু এমনভাবে ছুটে সবাই। সেখানে একটা সমস্যা হয়েছে। যে সমস্যার জন্য পদ্মা সেতুই চলাচলের অনুপযোগী হয়ে গেছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ- এ সেতুমন্ত্রী এ কথা বলেন। সংগঠনের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে সংলাপের উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল।

সেতুমন্ত্রী বলেন, ‘এ বাস্তবতাটি সবার মেনে নেওয়া উচিৎ। এছাড়া কিছুদিন পর কালনা সেতুর উদ্বোধন হলে নতুন বাস্তবতা দেখা যাবে। তখন এ পথে আরও দ্রুতবেগে গাড়ি চলবে এবং এখানে একটি অংশ কালনার কাছে গিয়ে থেমে যায়, ওই অংশতে আরও দ্রুতবেগে আসা-যাওয়া করবে। তখন বাস্তবতাসহ সবকিছু মিলিয়ে পরবর্তীতে আমরা চিন্তা করবো।

তিনি জানান, ‘কালনা সেতুর নির্মাণকাজ এ মাসেই শেষ হবে। অক্টোবরের যেকোনো সময় প্রধানমন্ত্রী যখন সময় দেবেন এটি উদ্বোধন করা হবে।

 

এআরআই

 

আর্কাইভ