• ঢাকা শনিবার
    ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

শার্ট দিয়ে মোড়ানো কঙ্কাল উদ্ধার

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২১, ০৮:০৬ পিএম

শার্ট দিয়ে মোড়ানো কঙ্কাল উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলা থেকে শার্ট দিয়ে মোড়ানো একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার ঘাঘট লেক এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মরা ঘাঘট নদীর তলায় হঠাৎ করে শার্টে মোড়ানো একটি বস্তু দেখা যায়। এ নিয়ে সন্দেহ তৈরি হলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে সেই বস্তুটি উদ্ধার করলে দেখা যায় এটি মানুষের কঙ্কাল। ধারণা করা হচ্ছে এটি কয়েক বছর আগের মরদেহ। 

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে কঙ্কালটি উদ্ধার করা হয়েছে। তবে এটি নারী না পুরুষের তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

টিআর/এএমকে/
আর্কাইভ