• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

মাগফিরাতের সপ্তম দিন আজ

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২১, ০৭:১২ পিএম

মাগফিরাতের সপ্তম দিন আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাহে রমজানের দ্বিতীয় দশক চলছে। আজ শুক্রবার (৩০ এপ্রিল) মাগফিরাতের সপ্তম দিন। এই দিনে মহান রাব্বুল আলামিন রোজাদারকে তার জানা-অজানা সমস্ত গোনাহ থেকে পরিত্রাণ দেন।
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘শেষ রাতে আল্লাহ তাআলা বান্দাদের ডেকে ডেকে বলতে থাকেন: ‘কে আছ ক্ষমা চাওয়ার? ক্ষমা চাও, আমি মাফ করে দেব।’ (মুসলিম শরিফ)। হজরত সাদ্দাদ ইবনে আউস (রা.) হতে বর্ণিত, ‘রাসুলে পাক (সা.) ইরশাদ করেন: ‘কেউ যদি সকাল–সন্ধ্যায় বিশ্বাসের সঙ্গে সাইয়েদুল ইস্তিগফার পড়ে, আর সে যদি ওই দিবসে ইন্তেকাল করে, তাহলে সে জান্নাতি হবে।’
হাদিস শরিফে আরও বলা হয়েছে, ‘যদি কেউ গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তিগফার করাকে নিজের ওপর আবশ্যক করে নেয়, তাহলে আল্লাহ তাকে তিনটি পুরস্কার দেবেন : তার জীবনের কঠিন অবস্থা থেকে তাকে উদ্ধার করবেন, তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন, তাকে তার অচিন্তনীয় ও অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন।
সাদ/এএমকে
আর্কাইভ