• ঢাকা শনিবার
    ১৬ নভেম্বর, ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

বিতর্কিত বইয়ের তালিকা বাতিল করলো জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২২, ০৯:০৪ পিএম

বিতর্কিত বইয়ের তালিকা বাতিল করলো জনপ্রশাসন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে বই কেনা প্রকল্পের ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। বিতর্কের জেরে বাতিল করা হয়েছে সেই তালিকা। পরবর্তী অর্থবছরে লেখকের নামে না কিনে বিষয়ভিত্তিক প্রকল্পের বই কেনা হবে। সোমবার (২৯ আগস্ট) জনপ্রশাসন সচিব কে এম আলী আজম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে বই কেনা প্রকল্পের ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকা বাতিল করা হয়েছে। এ নিয়ে কমিটি করা হয়েছে। পরবর্তী অর্থবছরে লেখকের নামে না কিনে বিষয়ভিত্তিক প্রকল্পের বই কেনা হবে।

উল্লেখ্য, প্রকল্পের ১ হাজার ৪৭৭টি বইয়ের যে তালিকা ছিল তাতে একজন অতিরিক্ত সচিবের লেখা ২৯টি বই ছিল। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার।  

সরকারি কর্মকর্তাদের ‘জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বাড়ানোর জন্য বই কিনতে ৯ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এজন্য ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকা দেওয়া হয়েছে। তালিকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামের ২৯টি বই রয়েছে। একটি জাতীয় দৈনিকের একটি প্রতিবেদনে বিষয়টি প্রকাশ্যে আসে।

 

এআরআই

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ