• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

খিলগাঁও থেকে গোয়েন্দা পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২২, ১১:২৯ পিএম

খিলগাঁও থেকে গোয়েন্দা পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর খিলগাঁও তিলপাড়া এলাকার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশ। মরদেহ উদ্ধার করা ওই নারীর নাম নীলা আক্তার হাসি (৩৬)। তিনি পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত (এসবি) উপ-পরিদর্শক বজলুর রশিদের সহধর্মিনী। শনিবার (২৭ আগস্ট) ওই এলাকার ১১ নম্বর রোডের ১৮৫/৩/এ নম্বর বাড়ির নিচতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্বামী সন্তানদের নিয়ে খিলগাঁও তিলপাড়ায় থাকতেন তিনি। তার স্বামী বজলুর রশিদ পুলিশের গোয়েন্দা শাখার সিটিএসবির মেকানিক্যাল শাখায় এসআই হিসেবে কর্মরত।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।

তিনি আরও বলেন, ওই নারী দীর্ঘদিন যাবৎ নানা রোগে ভুগছিলেন।

এদিকে হাসপাতালের মর্গে নিহতের ভাই আব্দুল বারী বিপ্লব জানান, তার বোন অসুস্থ ছিলেন। শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই।

এআরআই

আরও খবর

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ