প্রকাশিত: আগস্ট ২২, ২০২২, ১২:৩৫ এএম
করোনাভাইরাসে আরও একটি মৃত্যুহীন দিন পার করলো দেশ। তবে আগের দিনের তুলনায় সংক্রমণ
বেড়েছে প্রায় ৭৫ ভাগ। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা
যায়নি। ফলে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৫ জনই রয়ে গেছে।
একই সময়ে সারা দেশে আরও
১৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা
বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৯ হাজার ৯৭০ জনে। শনাক্তের হার ৩ দশমিক ৭৬ শতাংশ।
রোববার (২১ আগস্ট)
স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য
জানানো হয়েছে। শনিবার (২০ আগস্ট) করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিল একজন, আক্রান্ত
হয়েছিলেন ১৭০ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা
থেকে সুস্থ হয়েছেন ৩৭২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৭৪০ জন।
২৪ ঘণ্টায় ৪ হাজার ৬১৩টি
নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৬০৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে
শনাক্তের হার ৩ দশমিক ৭৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩
দশমিক ৬৭ শতাংশ।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে
চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা
বিশ্বে ছড়িয়ে পড়ে। তবে দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস
শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম
একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
জেডআই/