প্রকাশিত: আগস্ট ১৭, ২০২২, ০১:৩৬ এএম
দেশে
করোনাভাইরাসে সংক্রমণ আরও কমে একশ’র নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ
ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। ফলে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৪
জনই রয়ে গেছে।
একই সময়ে সারা দেশে আরও
৯৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা
বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৯ হাজার ২২২ জনে। শনাক্তের হার ৪ দশমিক ৪১ শতাংশ।
মঙ্গলবার (১৬ আগস্ট)
স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য
জানানো হয়েছে। সোমবার (১৫ আগস্ট) মারা গিয়েছিল একজন, আক্রান্ত হয়েছিলেন ২৫৯ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায়
করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২২৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯
লাখ ৫১ হাজার ৯৬৫ জন।
গত ২৪ ঘণ্টায় ২ হাজার
৭৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ২১০টি নমুনা। পরীক্ষার বিপরীতে
শনাক্তের হার ৪ দশমিক ৪১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩
দশমিক ৬৮ শতাংশ।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে
চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা
বিশ্বে ছড়িয়ে পড়ে। তবে দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস
শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম
একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
জেডআই/