• ঢাকা সোমবার
    ০৬ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

উত্তরার দুর্ঘটনায় রিট করতে বললেন হাইকোর্ট

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২২, ০৬:০৮ পিএম

উত্তরার দুর্ঘটনায় রিট করতে বললেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার ক্রেন থেকে ছিটকে পড়ে প্রাইভেটকারের উপরে। এতে শিশুসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনা ঘটে। বিষয়টি হাইকোর্টের নজরে এনেছেন তিন আইনজীবী। এ বিষয়ে আইনজীবীদের রিট আবেদন করার পরামর্শ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ পরামর্শ দেন।

দুর্ঘটনাটি নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে আনেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল ও অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান। আদালতের কাছে তারা এ বিষয়ের সুষ্ঠু-তদন্ত ও ক্ষতিপূরণের জন্য প্রার্থনা করেন। তখন আদালত বলেন, আপনারা রিট আবেদন নিয়ে আসেন। তখন আমরা শোনবো।

এর আগে, সোমবার (১৫ আগস্ট) বিকালে উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে বিআরটি প্রকল্পের গার্ডার ক্রেন থেকে ছিটকে পড়ে রাস্তায় চলন্ত প্রাইভেটকারে থাকা পাঁচজন যাত্রী নিহত হন। আহত হন আরও দুজন।

সোমবারের এ মর্মান্তিক দুর্ঘটনার আগে গত ১৫ জুলাই বিকালে চান্দনা চৌরাস্তার কে চৌধুরী অ্যান্ড কোম্পানি ফিলিং স্টেশনের সামনে গার্ডার চাপায় জিয়াউর রহমান (৩০) নামে এক নিরাপত্তারক্ষী নিহত হন।

এআরআই/এএল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ