• ঢাকা বুধবার
    ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

গণপরিবহনে কিছুতেই অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না: বিআরটিএ

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২২, ০১:০৯ এএম

গণপরিবহনে কিছুতেই অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না: বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেছেন, গণপরিবহনে কিছুতেই অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। সেই সঙ্গে ওয়েবিলপ্রথা বাতিল করা হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) সংবাদমাধ্যমকে  তিনি এসব কথা বলেন।

নুর মোহাম্মদ মজুমদার বলেন, ‘ওয়েবিলের নামে বেশি ভাড়া আদায় করলে গণপরিবহনের রুট পারমিট বাতিল করা হবে। ওয়েবিলের নামে বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আমরা শূন্যসহিষ্ণুতা নীতি অবলম্বন করব।’

বিআরটিএ চেয়ারম্যান আরও বলেন, ‘মালিক, পরিবহন শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গেও আমাদের কথা হয়েছে। কেউ ওয়েবিলের নামে ভাড়া বেশি নিলে গাড়ি ডাম্পিং করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

এ দিকে বাড়তি ভাড়া আদায় নিয়ে সমালোচনার মুখে ওয়েবিল প্রথা বাতিল করার ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। তারা বলছে, ‘ঢাকা ও এর আশপাশের শহরতলির বাসে রাস্তায় কোনো পরিদর্শক (চেকার) থাকবে না। এক বাসস্ট্যান্ড থেকে অন্য বাসস্ট্যান্ড পর্যন্ত চলাচলের সময় বাসের দরজা বন্ধ রাখতে হবে। অর্থাৎ রুট পারমিটে বর্ণিত বাসস্ট্যান্ডের বাইরে থামিয়ে যাত্রী তোলা যাবে না।

জেডআই/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ