প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ১১:০১ পিএম
পিরোজপুরের নাজিরপুরে এক মাদরাসা ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।
বুধবার (০৪ ডিসেম্বর) সকালে ওই মাদরাসা ছাত্রী নাজিরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এ ঘটনাটি ঘটেছে উপজেলার শেখ মাঠিয়ার ইউনিয়নের রামনগর নদীর ওপারে আদর্শ গ্রামে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ওই মাদরাসা ছাত্রীকে তুলে নিয়ে আটকে রেখে ধর্ষণ করেন।
মামলায় সন্দেহভাজন অপরাধীর নাম এনামুল সরদার (২৫)। তিনি উপজেলার শেখমাঠিয়া ইউনিয়নের রামনগর গ্রামের সালাম সরদারের ছেলে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া জানান, ধর্ষণের ব্যাপারে মামলা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য পিরোজপুর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।