প্রকাশিত: আগস্ট ৫, ২০২২, ০১:৪১ এএম
দেশে
আগের দিনের তুলনায় করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ কমেছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ
ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এতে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা
বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩০০ জনে।
একই সময়ে সারা দেশে ২৭৮
জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে
দাঁড়িয়েছে ২০ লাখ ৬ হাজার ৬৪৬ জনে। শনাক্তের হার ৫ দশমিক ১৪ শতাংশ।
বৃহস্পতিবার (৪ আগস্ট)
স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য
জানানো হয়েছে। বুধবার (৩ আগস্ট) মারা গিয়েছিল তিনজন, আক্রান্ত হয়েছিলেন ৩৭৫ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়ে, গত ২৪ ঘণ্টায় ৫
হাজার ৪০৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৪০৪টি নমুনা। পরীক্ষার
বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ১৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট
শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায়
করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৪১ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৫
হাজার ৮২৯ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে
চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা
বিশ্বে ছড়িয়ে পড়ে। তবে দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস
শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম
একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
জেডআই/