• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ঢাকায় মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৫৩

প্রকাশিত: আগস্ট ৪, ২০২২, ০৫:২৫ পিএম

ঢাকায় মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৫৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার (৪ আগস্ট) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (৩ আগস্ট) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার হাজার ১১৪ পিস ইয়াবা, ২০ গ্রাম হেরোইন, ১৩ বোতল ফেনসিডিল ও ১৯ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।

জেইউ/এএল
আর্কাইভ