• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

ট্রেনের ধাক্কায় নিহত ১১: তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: জুলাই ৩০, ২০২২, ০১:২৩ এএম

ট্রেনের ধাক্কায় নিহত ১১: তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস ১১ যাত্রী নিহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির প্রধান করা হয়েছে রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলীকে। শুক্রবার (২৯ জুলাই) দুপুরের দুর্ঘটনার পর এই কমিটি গঠন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তদন্ত কমিটির প্রধান ও বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী বলেন, এ ঘটনা কেন ঘটেছে এবং কার দায় রয়েছে, তা জানতে কমিটি কাজ করবে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- রেলের বিভাগীয় নির্বাহী প্রকৌশলী-১ আব্দুল হামিদ, বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জাহিদ হাসান, রেলওয়ের নিরাপত্তা বাহিনীর কমানডেন্ট রেজানুর রহমান ও রেলওয়ের বিভাগীয় মেডিকেল অফিসার আনোয়ার হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খৈয়াছড়া ঝরনা নামের পর্যটন কেন্দ্র থেকে গোসল করে ফিরছিলেন মাইক্রোবাসের আরোহীরা। ট্রেনটি ধাক্কা দেওয়ার পর মাইক্রোবাসটিকে প্রায় এক কিলোমিটার ঠেলে নিয়ে যায়।

আনসার আলী গণমাধ্যমকে জানান, ট্রেনটি বড়তাকিয়া ক্রস করার সময় লাইনে উঠে যায় মাইক্রোবাসটি। এ সময় ইঞ্জিনের ধাক্কায় মাইক্রোবাসটি কিছু দূর চলে যায়। লেভেল ক্রসিংয়ের বাঁশ ঠেলে মাইক্রোবাসটি লাইনে ওঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (২৯ জুলাই) বেলা দেড়টার দিকে মিসরাইয়ের বড়তাকিয়া রেলস্টেশনের কাছে ঢাকা থেকে চট্টগ্রামমুখী ট্রেন মহানগর প্রভাতীর ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহত হন। আহত হন তিনজন। হতাহত ব্যক্তিদের বাড়ি হাটহাজারীর আমানবাজার এলাকায় বলে জানা গেছে।

জেডআই/

আর্কাইভ