• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

করোনায় প্রাণহানি কমলেও সংক্রমণ বেড়েছে

প্রকাশিত: জুলাই ২৬, ২০২২, ১১:০৮ পিএম

করোনায় প্রাণহানি কমলেও সংক্রমণ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে আগের দিনের তুলনায় করোনাভাইরাসে প্রাণহানী কিছুটা কমলেও সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এতে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৭৫ জনে।

একই সময়ে সারা দেশে ৬২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ২ হাজার ৯৪৪ জনে। শনাক্তের হার ৬ দশমিক ১৪ শতাংশ।

মঙ্গলবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সোমবার (২৫ জুলাই) মারা গিয়েছিল পাঁচজন, আক্রান্ত হয়েছিলেন ৫৪৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১৩২ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৩৮ হাজার ৩৭২ জন।

 স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৫৩টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ১১৯টি। এখন পর্যন্ত এক কোটি ৪৫ লাখ ৭৩ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ৬ দশমিক ১৪ শতাংশসহ এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৭৮ শতাংশ এবং ‍মৃত্যু হার ১ দশমিক ৪৬ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২ জন পুরুষ এবং ২ জন নারী। বিভাগ বিবেচনায় তাদের মধ্যে একজন ঢাকায়, চট্টগ্রামে ২ জন এবং সিলেটে একজন মারা যান।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

জেডআই/এএল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ