• ঢাকা বুধবার
    ০১ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

ফজলে রাব্বী মিয়ার আসন শূন্য ঘোষণা

প্রকাশিত: জুলাই ২৫, ২০২২, ০১:৫৩ এএম

ফজলে রাব্বী মিয়ার আসন শূন্য ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সদ্য প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সংসদীয় আসন গাইবান্ধা-৫ শূন্য ঘোষণা করা হয়েছে। রোববার (২৪ জুলাই) জাতীয় সংসদ সচিবালয় লেজিসলেটিভ সাপোর্ট উইং আইন প্রণয়ন শাখা-২ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

কোনো সংসদীয় আসন শূন্য ঘোষিত হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের কথা সংবিধানে উল্লেখ রয়েছে। তবে কোনো কারণে তা করা না গেলে সময় বাড়ানোর সুযোগ আছে।

শুক্রবার (২২ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার দিকে নিউ ইয়র্কের একটি হাসপাতালে মারা যান ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি।

এদিকে, অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার মরদেহ সোমবার (২৫ জুলাই) দেশে আনা হবে বলে জানিয়েছেন, ডেপুটি স্পিকারের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস।

তিনি জানান, নিউইর্য়ক থেকে এয়ার এমিরেটসের বিমানে ফজলে রাব্বী মিয়ার মরদেহ দেশে আসবে। পরে জাতীয় সংসদ ভবনে এবং সুপ্রিম কোর্টে তার জানাজা অনুষ্ঠিত হবে। তারপর মরদেহ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।

ফজলে রাব্বী মিয়া ১৯৪৬ সালের গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চারবার জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়ে ২০০১ সালের নির্বাচনে পরাজিত হন। তবে ২০০৮ সালে নবম, ২০১৪ সালে দশম ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে, টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

১৯৯০ সালে আইন বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন ফজলে রাব্বী মিয়া।

জেডআই/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ