• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বিএনপি-আওয়ামী লীগ সমঝোতার প্রয়োজনে সরে যাবেন সিইসি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২২, ০৭:০৯ পিএম

বিএনপি-আওয়ামী লীগ সমঝোতার প্রয়োজনে সরে যাবেন সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি-আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা কিংবা নিজ ক্ষমতায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে পারলে কমিশনের আপত্তি নেই। প্রয়োজনে নিজেই সরে যাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (১৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপে তিনি একথা বলেন।

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে সকালে নির্বাচন ভবনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সঙ্গে আলোচনা দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের সংলাপ।

সূচনা বক্তব্যে সিইসি বলেন, সরকার নয়, জাতীয় নির্বাচন হবে কমিশনের অধীনে। তবে রাজনৈতিক দলগুলো নিজেরাই আলোচনা করে ঐক্যমতে পৌঁছালে ইসির কাজ সহজ হয়ে যাবে। আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন। অনুকূল পরিবেশ ও সমতল ভিত্তি তৈরি করতে চাই। প্রয়োজনে আমরা নিজেরাই সরে যাব। দায়িত্ব ছেড়ে দিয়ে পথ সুগম করে দেব।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ছাড়াও সংলাপে বসছে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, খেলাফত মজলিস এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা।

৩১ জুলাইয়ের মধ্যে সংলাপে অংশ নিতে আওয়ামী লীগ, বিএনপিসহ ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

এস

আর্কাইভ