• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সকাল-সন্ধ্যা মশক নিয়ন্ত্রণ তদারকি করবে ঢাকা দক্ষিণ সিটি

প্রকাশিত: জুলাই ১৭, ২০২২, ১০:৩৯ পিএম

সকাল-সন্ধ্যা মশক নিয়ন্ত্রণ তদারকি করবে ঢাকা দক্ষিণ সিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এডিস মশার উৎসস্থল নিধনে রোববার (১৭ জুলাই) থেকে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম তদারকি করা হবে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রোববার সকালে নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

উদ্বোধনের পর তিনি ডেঙ্গু রোগীর বাড়ি ও তৎসংলগ্ন এলাকায় লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। এ সময় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সংযুক্ত হয়ে ফেসবুক লাইভে এ কার্যক্রম মনিটরিং করেন।

এডিস মশার প্রজননস্থল বা লার্ভা সম্পর্কিত তথ্য দিয়ে সহায়তা করতে ০১৭০৯৯০০৮৮৮ ও ০২২২৩৩৮৬০১৪ নম্বরে ফোন করতে বলা হয়েছে ডিএসসিসির পক্ষ থেকে।

ডিএসসিসি মেয়র বলেন, ‘নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সরাসরি তদারকি করা হবে।’

প্রত্যেকটি ওয়ার্ডে কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে মশক সুপারভাইজার ও মশককর্মীরা নিয়োজিত আছেন উল্লেখ করে ব্যারিস্টার তাপস বলেন, ‘আমরা সম্পূর্ণভাবে মশক বিস্তার নির্মূল এবং নিয়ন্ত্রণ করার কার্যক্রম নিয়েছি।’

আগামী দুই মাস এই কার্যক্রম পরিচালনা করা হবে। মেয়র বলেন, ‘বিভিন্ন নির্মাণাধীন বাসা, সরকারি আবাসনসহ প্রয়োজনীয় স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। জরিমানা এবং সচেতনতা সৃষ্টির চেষ্টা চলছে।

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেডআই/ডা

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ