• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

উত্তর সিটির ময়লার গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: জুলাই ১৪, ২০২২, ১২:৫৫ এএম

উত্তর সিটির ময়লার গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৩ জুলাই) বিকাল সোয়া ৫টার দিকে পুলিশ স্টাফ কলেজের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করে কাফরুল থানার এসআই ভাস্কর রায় বলেন, ‘ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) একটি ময়লার ট্রাক ওই ব্যক্তিকে চাপা দেয় বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, মোটর সাইকেলটিকে চাপা দিয়ে ময়লাবাহী গাড়িটির চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। জনগণ ধাওয়া করে কৃষি ব্যাংক কমপ্লেক্সের সামনে গাড়িসহ চালককে ধরে ফেলে।

ময়লার গাড়ির চালক আব্দুস সালামকে (৫০) পুলিশ আটক করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা ভাস্কর রায়।

জেডআই/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ