• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

৫ হাজার টাকা করে পেল সাততলা বস্তির ক্ষতিগ্রস্ত পরিবার

প্রকাশিত: জুন ৮, ২০২১, ০১:২৭ পিএম

৫ হাজার টাকা করে পেল সাততলা বস্তির ক্ষতিগ্রস্ত পরিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (৮ জুন) মহাখালীর আইপি এইচ স্কুল অ্যান্ড কলেজ মাঠে করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ টাকা এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, আমরা প্রতিটি পরিবারের তালিকা করেছি। তাদের নগদ টাকা, খাদ্য সামগ্রীসহ ঘরের জন্য টিন দেয়া হচ্ছে। অগ্নিকাণ্ডের পরপরই দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। তারা প্রায় এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে। প্রতিটি প্যাকেটে প্রায় ১৮ শ টাকার খাবার রয়েছে। এ ছাড়া ব্র্যাক সহায়তা করছে।

আতিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটিতে বস্তির সংখ্যা বেশি। তাই ডিএনসিসির আসন্ন বাজেটে প্রতিটি বস্তিতে পর্যাপ্ত ফায়ার হাইড্রেন (অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত বিশেষ পানির লাইন) স্থাপন করতে অর্থ বরাদ্দ রাখা হবে। 
ইতোমধ্যে সংশ্লিষ্টদের এই বিষয়ে নির্দেশনা দিয়েছি। ফায়ার হাইড্রেন বসানোর পর বস্তিতে বসবাসরত বাসিন্দাদের প্রশিক্ষণ দেয়া হবে। যাতে আগুন লাগলে তাৎক্ষণিক তারা আগুন নিয়ন্ত্রণ করতে পারেন। এতে ফায়ার সার্ভিসের অপেক্ষায় থাকতে হবে না।

সোমবারের (৭ জুন) অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শিশুর বই পুড়ে যাওয়া নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর তাদের নতুন বই, পাশাপাশি সাত দিন বয়সী একটি শিশুকে কোলে নিয়ে তার বাবার হাতে আর্থিক অনুদানও তুলে দেন মেয়র।

এ দিকে গতকাল মহাখালীর সাততলা বস্তিতে অগিকাণ্ডের ঘটনায় কীভাবে আগুন লেগেছিল, তা জানতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর।

ফায়ার সার্ভিসের উপপরিচালক নূর হাসানকে সভাপতি করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন, তেজগাঁও জোনের কমান্ডার উপসহকারী পরিচালক আবুল বাশার (সদস্য সচিব), তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এবং একই স্টেশনের দুইজন পরিদর্শক (ওয়্যার হাউজ)।

এমআর/এএমকে
আর্কাইভ