নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংকে সেন্টারিংয়ের কাজে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বক্সনগর ইউনিয়নের বালুরচর গ্রামের মুক্তার হোসেনের ছেলে লুৎফুর (৩৫) এবং একই গ্রামের সঞ্জিত দাসের ছেলে সঞ্জয় দাস (২১)।
স্থানীয় সূত্রে জানা জায়, সোমবার সকালে দিঘিরপাড় খালপাড় গ্রামের সুমন মিয়ার বাড়িতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সেন্টারিংয়ের কাঠ-বাঁশ খুলতে নামেন লুৎফর রহমান ও সঞ্জয় দাস। দুপুরের দিকে তাদের মুঠোফোন বন্ধ পান ঠিকাদার জমসের আলী। তাদের খোঁজ নিতে প্রিতম দাসকে পাঠানো হয়। সেখানে গেলে সেপটিক ট্যাংকের ভেতরে তাদের পরে থাকতে দেখে সবাইকে জানান প্রিতম।
পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লাশ থানায় নিয়ে যায় নবাবগঞ্জ থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, 'মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।'
মামুন/এএমকে
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন