• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

আশুলিয়ায় শিক্ষক হত্যা, ৫ দিনের রিমান্ডে জিতু

প্রকাশিত: জুলাই ১, ২০২২, ০১:৪০ এএম

আশুলিয়ায় শিক্ষক হত্যা, ৫ দিনের রিমান্ডে জিতু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার হত্যা মামলার প্রধান আসামি আশরাফুল ইসলাম জিতুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩০ জুন) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজিব হাসান তার রিমান্ড মঞ্জুর করেন। কোর্ট ইন্সপেক্টর মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড চেয়ে জিতুকে আদালতে উপস্থিত করা হয় পরে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। বুধবার (২৯ জুন) গাজীপুরের শ্রীপুর থেকে আশরাফুল আহসান জিতুকে গ্রেফতার করে র‍্যাব।

তুকে গ্রেফতারের বিষয়ে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার ব্রিফিংয়ে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, হিরোইজম দেখাতে গিয়ে ওই শিক্ষককে পিটিয়ে হত্যা করেন জিতু।

এর আগে জিতুর বাবা উজ্বল হোসেনকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। বুধবার ঢাকা মুখ্য বিচারিক হাকিম আদালত- ৩ এর বিচারক শেখ মুজাহিদুল ইসলাম তাকে রিমান্ডে পাঠান।

উল্লেখ্য, উৎপল কুমার আশুলিয়ার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। আর জিতু ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণীর ছাত্র। গেল শনিবার ক্রিকেট স্টাম্প দিয়ে শিক্ষক উৎপল কুমারকে বেধড়ক পেটানো হয়। সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পরদিন রোববার আশুলিয়া থানায় জিতুকে প্রধান ও আরও কয়েকজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেন উৎপলের ভাই অসীম কুমার সরকার।

এদিকে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি ভাড়া বাসা থেকে জিতুর বাবা উজ্জ্বলকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। বুধবার তাকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

জেডআই/

আর্কাইভ