• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

পদ্মা সেতু উদ্বোধনের আগে-পরে ২ দিন ট্রাক-কাভার্ডভ্যান চলা নিষেধ

প্রকাশিত: জুন ২৩, ২০২২, ০২:৩৮ এএম

পদ্মা সেতু উদ্বোধনের আগে-পরে ২ দিন ট্রাক-কাভার্ডভ্যান চলা নিষেধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আর মাত্র দুই দিন পরই খুলছে স্বপ্নের পদ্মা সেতুর দুয়ার। আগামী ২৫ জুন এ সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সেতু উদ্বোধনের আগে-পরে দুই দিন সেতুর সংযোগ মহাসড়কে কাভার্ডভ্যান ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শুক্রবার (২৪ জুন) সকাল থেকে রোববার (২৬ জুন) পর্যন্ত সেতুর সংযোগ মহাসড়কে কাভার্ডভ্যান ও ট্রাক চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২২ জুন) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী কমিশনার আবু তালেব এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে ২৪ জুন সকাল ৬টা থেকে ২৬ জুন সকাল ৬টা পর্যন্ত পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত মহাসড়কে কাভার্ডভ্যান এবং ট্রাক চলাচল বন্ধ থাকবে। এর পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরী এলাকা থেকে মুন্সীগঞ্জের মাওয়াগামী কাভার্ডভ্যান এবং ট্রাকসমূহকে আগামী ২৪ জুন সকাল ৬টা থেকে ২৬ জুন সকাল ৬টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া এবং চাঁদপুর-শরীয়তপুর রুটের ফেরি দিয়ে চলাচলের জন্য অনুরোধ করা হচ্ছে।

পদ্মা সেতুর (মূল সেতু) দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। দুই প্রান্তের উড়ালপথ ৩ দশমিক ৬৮ কিলোমিটার। সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য ৯ দশমিক ৮৩ কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পের ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।

জেডআই/

আর্কাইভ