• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

বাড়ছে করোনা, মাস্ক পরার নির্দেশ

প্রকাশিত: জুন ২২, ২০২২, ০৩:০০ এএম

বাড়ছে করোনা, মাস্ক পরার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে কয়েকদিন ধরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। একই সঙ্গে বাড়ছে পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হারও। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (২১ জুন) মন্ত্রণালয়ের অনুবিভাগ প্রধান এবং অধীন দফতর-সংস্থাগুলোকে এ নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আদেশে বলা হয়, বর্তমানে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বাড়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগ প্রধান এবং অধীন দফতর/সংস্থার প্রধানদের তার আওতাধীন কর্মকর্তা/কর্মচারীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জেডআই/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ