• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

রডবাহী লরি উল্টে নতুনবাজার-রামপুরা সড়কে যান চলাচল বন্ধ

প্রকাশিত: জুন ৭, ২০২১, ১০:০৮ এএম

রডবাহী লরি উল্টে নতুনবাজার-রামপুরা সড়কে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নতুনবাজার-রামপুরা সড়কে রড বোঝাই লরি উল্টে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার (৭ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে। সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এক পাশের সড়ক দিয়ে দুইদিকে যানচলাচল করছে।

গুলশান থানার ডিউটি অফিসার এসআই ফারুক বলেন, ভোর ৫টার দিকে রড বোঝাই একটি লরি শাহজাদপুর সুবাস্তু নজর ভ্যালির সামনে উল্টে যায়। এতে রাস্তার যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে আমাদের মোবাইল টিম রয়েছে। ট্রাকটি রাস্তা থেকে সরানোর কাজ চলছে। ট্রাকটি এখনও সম্পূর্ণ সরানো যায়নি বলে রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শী মো. তাওহিদুল ইসলাম জানান, ভোরে কুড়িল বিশ্বরোড থেকে রামপুরা সড়কগামী একটি রড বোঝাই লরি যাচ্ছিল। সুবাস্তুর সামনে এসে হঠাৎ এটি উল্টে যায়। রডগুলো নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসে। এ দুর্ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

সবুজ/এএমকে

আর্কাইভ