• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

হারাগাছে অবরুদ্ধ দুই চেয়ারম্যানকে উদ্ধার করল পুলিশ

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১, ০৭:১৪ পিএম

হারাগাছে অবরুদ্ধ দুই চেয়ারম্যানকে উদ্ধার করল পুলিশ

রংপুর ব্যুরো

রংপুরের হারাগাছে অবরুদ্ধ দুই চেয়ারম্যানকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় পৌরসভার বাংলাবাজার এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

এর আগে পৌরসভার ভোটগ্রহণ শেষে দুই ইউপি চেয়ারম্যানকে অবরুদ্ধ করে বিক্ষোভ করে স্বতন্ত্র প্রার্থী এরশাদুল হকের সমর্থকরা। বিকেল সাড়ে ৪টার দিকে পৌরসভার বাংলাবাজার এলাকায় একটি মসজিদে তাদের অবরুদ্ধ করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোটগ্রহণ শেষে হারাগাছ পৌরসভার বাংলাবাজার এলাকা দিয়ে যাচ্ছিলেন কাউনিয়া উপজেলার বালাপাড়া ও টেপামধুপুর ইউনিয়নের চেয়ারম্যানরা। নির্বাচনী এলাকায় বহিরাগতরা প্রবেশ করছে এমন সংবাদে এরশাদের সমর্থকরা লাঠিসোটা নিয়ে বিক্ষোভ করে। একপর্যায়ে ওই দুই চেয়ারম্যানসহ কয়েকজন আওয়ামী লীগের নেতা-কর্মী পাশের মসজিদে আশ্রয় নেন।

এদিকে দুই চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখার খবর ছড়িয়ে পড়লে নৌকা মার্কার সমর্থকরাও ওই স্থানে ভিড় জমায় এবং মারমুখী অবস্থান নেয়। এতে গোটা এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে মেয়র প্রার্থী এরশাদুল হক ঘটনাস্থলে গিয়ে তার সমর্থকদের নিবৃত করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চেয়ারম্যানদের উদ্ধার করে।

উদ্ধারের ঘটনা নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মাহিগঞ্জ জোন) আল ইমরান সাংবাদিকদের বলেন, 'বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অবরুদ্ধ দুই চেয়ারম্যানকে উদ্ধার করা হয়েছে।'

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ