• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

২৭ জুলাই তিন পৌরসভায় ভোট

প্রকাশিত: জুন ৭, ২০২২, ০৪:২৭ এএম

২৭ জুলাই তিন পৌরসভায় ভোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার দোহারসহ দেশের তিনটি পৌরসভায় আগামী ২৭ জুলাই ভোটগ্রহণ হবে। সোমবার (৬ জুন) নির্বাচন কমিশন (ইসি) এক প্রজ্ঞাপনে তিনটি স্থানীয় সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

ইসির যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, ঢাকা জেলার দোহার পৌরসভা, জয়পুরহাটের পাঁচবিবি ও ক্ষেতলাল পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। পৌরসভা তিনটিতে মনোনয়ন জমার শেষ সময় ২৮ জুন, মনোনয়নপত্র বাছাই ৩০ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৭ জুলাই এবং ভোটগ্রহণ হবে আগামী ২৭ জুলাই।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে পৌরসভা তিনটি ভোটগ্রহণ করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০০০ সালে ঢাকা জেলার দোহার পৌরসভা গঠিত হয়। এরপর ওই বছরের ২৬ সেপ্টেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। আর প্রথম সভা অনুষ্ঠিত হয় একই বছর ১০ ডিসেম্বর। পৌরসভাটির মেয়াদ শেষ হয়েছে ২০০৫ সালের ৯ ডিসেম্বর। কিন্তু সীমানা জটিলতার কারণে একাধিকবার তফসিল ঘোষণা করেও নির্বাচন সম্পন্ন করতে পারেনি ইসি।

জেডআই/

আর্কাইভ