প্রকাশিত: জুন ৬, ২০২১, ০৩:৫৫ পিএম
সারা
দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের প্যাকেজের মূল্য নির্ধারণ করে দিচ্ছে বাংলাদেশ
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রাজধানী ঢাকা
হোক, আর গ্রাম, শহর
বা দেশের কোনো ইউনিয়ন হোক
ইন্টারনেট সেবাদাতাদের একই দামে সংযোগ
দিতে হবে। নির্ধারিত দামের
কম নেয়া যাবে, বেশি
নয়।
বিটিআরসির
এই কর্মসূচির নাম দিয়েছে ‘এক
দেশ, এক রেট’। এই কর্মসূটির
আওতায় ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য তিনটি প্যাকেজ
থাকবে। প্রথম প্যাকেজের মূল্য হতে পারে মাসে
সর্বোচ্চ ৫০০ টাকা, গতি
হবে ৫ এমবিপিএস। দ্বিতীয়
প্যাকেজের মূল্য হতে পারে মাসিক
৮০০ টাকার মধ্যে, এর গতি হবে
১০ এমবিপিএস এবং তৃতীয় প্যাকেজের
গতি হতে পারে ২০
এমবিপিএস, দাম হবে মাসিক
১ হাজার ২০০ টাকার মধ্যে।
রোববার
(৬ জুন) এ বিষয়ে
একটি ঘোষণা দেয়ার কথা রয়েছে বিটিআরসির।
ইন্টারনেট
সেবাদাতারা বলছেন, এই দাম কার্যকর
হলে ঢাকায় ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম প্যাকেজপ্রতি মাসে
১০০ থেকে ২০০ টাকা
কমবে। সুফল পাবেন জেলা,
উপজেলা ও ইউনিয়নের ইন্টারনেট
ব্যবহারকারীরাও।
বিটিআরসির
হিসাবে, দেশে গত মার্চ
শেষে ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগ সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ লাখ। করোনাকালে
এ সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এক
বছর আগেও সংযোগ সংখ্যা
১৮ লাখ কম ছিল।
ইন্টারনেট সেবাদাতাদের দাবি, একটি সংযোগের বিপরীতে
অন্তত চারজন ব্যবহারকারী রয়েছেন। অপরদিকে মোবাইল অপারেটরদের তারহীন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ৫৬
লাখ। সর্বশেষ ৯০ দিনে একবার
ইন্টারনেটে প্রবেশ করলেই তাকে ইন্টারনেট ব্যবহারকারী
ধরা হয়।
ইন্টারনেটের
তুলনামূলক দামের হালনাগাদ তথ্য উপস্থাপনকারী যুক্তরাজ্যভিত্তিক
ওয়েবসাইট কেব্লডটইউকের দেয়া
তথ্যানুসারে, বাংলাদেশ ব্রডব্যান্ড ইন্টারনেটের দামের দিক দিয়ে বিশ্বে
৫৮তম। অর্থাৎ বিশ্বের ৫৭টি দেশে ইন্টারনেটের
দাম বাংলাদেশের চেয়ে কম। দেশে
ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের গড় দাম প্রায়
২ হাজার ৬০০ টাকা। ভারতে
এর অর্ধেকেরও কম দামে মাসব্যাপী
ইন্টারনেট পাওয়া যায়।
ইন্টারনেট
সেবাদাতাদের সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক এমদাদুল বলেন, ব্যান্ডউইডথ সঞ্চালনের ব্যয় কমাতে পারলে
তৃণমূলে কম মূল্যে ইন্টারনেট
সেবা দেয়া সম্ভব। যদি
দেখা যায়, সঞ্চালন ব্যয়
বেশি পড়ছে, তাহলে কারও পক্ষে কম
দামে দেয়া সম্ভব হবে
না। নতুন দাম বেঁধে
দেয়ার পর মান ঠিক
থাকবে কি না জানতে
চাইলে তিনি বলেন, গতি
গ্রাহক বুঝে নেবেন। কেউ
নির্ধারিত দামের বাড়তি বিক্রি করতে পারবে না।
আহাদ/এম. জামান