• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

২০ বছর পর চালু হলো আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১, ০৬:২১ পিএম

২০ বছর পর চালু হলো আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘ ২০ বছর পর পুনরায় চালু হলো আরিচা-কাজিরহাট নৌ রুটের ফেরি সার্ভিস। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ ফেরি সার্ভিসের উদ্বোধন করেন।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বেগম রোকেয়া নামের দুটি ফেরি এই রুটে যুক্ত করা হয়েছে। বেগম রোকেয়া নামের ফেরিতে নৌ প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্টরা কাজিরহাট পরিদর্শনে যান। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফেরিটি ১৫টি ট্রাক নিয়ে আরিচা থেকে ছেড়ে যায়।

এ সময় স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়সহ বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি নাব্যতা সংকটের কারণে আরিচা থেকে ফেরিঘাট পাটুরিয়ায় স্থানান্তর করা হয়। নতুন ঘাট নির্মাণে ব্যয় হয়েছে ১৪ কোটি টাকা।

এমআর

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ