• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

রাজধানীতে ভবন থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: জুন ২, ২০২২, ০৪:২৩ এএম

রাজধানীতে ভবন থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আদাবর এলাকায় জাপান গার্ডেন সিটির একটি ভবনের ছাদ থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১ জুন) বিকালে এ ঘটনা ঘটে। তবে এটি আত্মহত্যাদুর্ঘটনা নাকি অন্য কিছু তা নিশ্চিত হওয়া যায়নি।

নিহত জায়না হাবিব প্রাপ্তি ঢাবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মুজিব আহমেদ পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেনজাপান গার্ডেন সিটির ১৬ নম্বর ভবনের ১৫ তলার ছাদ থেকে পড়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজের ভাতিজি।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শহিদুজ্জামান জানানবুধবার বিকালে ১৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে তারা জানতে পেরেছেন।

তিনি বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।'

পুলিশ সূত্র জানায়ওই ভবনের ছাদে কোমর সমান উঁচু রেলিং ছিল। বিকেল ৫টার দিকে সেখান থেকে পড়ে যান প্রাপ্তি। তখন বৃষ্টি হচ্ছিল। ঠিক কী কারণে তার মৃত্য হয় তা নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।

জেডআই/

আর্কাইভ