• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

চকবাজারে প্লাস্টিক করাখানায় আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: মে ৩১, ২০২২, ০৩:৫৫ পিএম

চকবাজারে প্লাস্টিক করাখানায় আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মে) সকাল ৬টা ১৪ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদরদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার আগুন নিয়ন্ত্রণে আনার খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি প্লাস্টিক কারখানায় সকাল ৬টা ১৪ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর সকাল ৬টা ১৯ মিনিটে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় সকাল ৬টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

জেডআই/এএল

আর্কাইভ