• ঢাকা বুধবার
    ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

হারাগাছ পৌর নির্বাচন: লড়াই হবে দ্বিমুখী

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১, ০৬:০৬ পিএম

হারাগাছ পৌর নির্বাচন: লড়াই হবে দ্বিমুখী

রংপুর ব্যুরো

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর নির্বাচনে চলছে ভোটগ্রহণ। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে শুরু হয়েছে এ ভোটগ্রহণ, চলবে বিকেল চারটা পর্যন্ত।

হারাগাছ পৌরসভার ৯টি ওয়ার্ডের ২০টি কেন্দ্রে ভোটাররা প্রথমবারের মতো ইভিএমে ভোট দিচ্ছেন।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র হাকিবুর রহমান মাস্টার (নৌকা), আওয়ামী লীগ থেকে সদ্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী এরশাদুল হক এরশাদ (নারকেল গাছ), বিএনপির মোনায়েম হোসেন ফারুক (ধানের শীষ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী জাহিদ হোসেন (হাতপাখা)।

৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর (পুরুষ) পদে ৪৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ৪৯ হাজার ১৭ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ২৫ হাজার ৩২৪ এবং পুরুষ ভোটার ২৩ হাজার ৬৯৩ জন।

ভোটগ্রহণকে ঘিরে কেন্দ্রে কেন্দ্রে প্রার্থী, কর্মী এবং সমর্থকদের সরগরম উপস্থিতি দেখা গেছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচনী এলাকায় দুই প্লাটুন বিজিবি, পুলিশের তিনটি স্ট্রাইকিং ফোর্স, ছয়টি মোবাইল টিম ও র‍্যাবের তিনটি টিম মোতায়েন রয়েছে।

এ ছাড়াও একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।

এদিকে জাতীয় পার্টি কোনো প্রার্থী দিতে না পারায় এবারের লড়াই হবে দ্বিমুখী। আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

এক্ষেত্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় অভ্যন্তরীণ এ দ্বন্দ্ব কাজে লাগাতে চায় বিএনপি। তবে আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিশ্বাস জয়ের মালা তাদের পক্ষেই যাবে।

রংপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোটকেন্দ্রে এসে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৯ জন আনসার ও ছয়জন পুলিশ সদস্য রয়েছেন।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ